কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গত সোমবার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ অপর শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) সকালে ঘটনাস্থলের কিছুটা দূরে ভাসমান অবস্থায় শিশু সানজিদার লাশ উদ্ধার করা হয়।
এর আগে সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ৮ বছর বয়সী শাবনূরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।
সোমবার পাকুন্দিয়া দুপুরে উপজেলার চরফরাদী ইউনিয়নের চরআলগী বালিরঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে ঘুরতে গিয়ে নৌকাডুবে নিখোঁজ হয় চরআলগী গ্রামের কাঞ্চন মিয়ার শিশুকন্যা সানজিদা (১১) ও একই গ্রামের ফালান মিয়ার কন্যা শাবনুর (৮)।
খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল অভিযান চালায়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার জাহান জানান, গতকাল বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল একজনের লাশ উদ্ধার করে। আর সকালে নদে ভাসমান অবস্থায় অপরজনের লাশ উদ্ধার করা হয়।