ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের শিশুর ধর্ষণকারীকে গ্রেফতার করেছে র্যাব-১৪ এর একটি চৌকস দল।
গত ১৬ ফেব্রুয়ারী শিশু ধর্ষণের খবরটি ছড়িয়ে পড়লে র্যাবের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে পলাতক আসামীর সুনির্দিষ্ট অবস্থান নির্নয়ের চেষ্টা করে। অবশেষে মঙ্গলবার রাতে ঢাকা সিটি কর্পোরেশনের যাত্রাবাড়ী থানার কাজলারপাড় এলাকা হতে শিশু ধর্ষণ মামলার আসামী মোঃ হাদিসমিয়াকে গ্রেফতার করে র্যাব।
জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বগাপুতা গ্রামের ওই ভিকটিম শিশু প্রাইভেট শেষে বাড়িতে আসার পর রান্না ঘরের ভিতর রান্নার প্রস্ততি নেয়। এসময় আসামী হাদিস মিয়া রান্না ঘরের ভিতরে প্রবেশ করে ভিকটিম শিশুকে জোর পূর্বক ধর্ষণ করে।
এঘটনায় ভিকটিমের মা মোছা. নাছিমা খাতুন বাদী হয়ে গত ১৫ ফেব্রুয়ারী ঈশ্বরগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১৬, তারিখ-১৫/০২/২০২২ খ্রি. ধারা-নারী ও শিশুনির্যাতনপ্রতিরোধ দমনআইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯(১)। ধৃত আসামীকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।