সোনারগাঁওয়ে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইয়াবাসহ স্বামী স্ত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলায় সনমান্দি ইউনিয়নের হরিহরদি মামুর্দী এলাকা থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ স্বামী আল আমিন, স্ত্রী তানিয়া আক্তার ও তাদের সহযোগী অপর একজনকে আটক করা হয়। আটককৃতরা সবাই মাদক কারবারী বলে পুলিশ জানায়। বুধবার আটককৃত ৩ জনকে আদালতে প্রেরণ করা হয়।

সোনারগাঁও থানার এসআই আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার রাতে উপজেলার সনমান্দি ইউনিয়নের হরিহরদি মামুর্দী এলাকায় তার নেতৃত্বে পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারী আল আমিন তার স্ত্রী তানিয়া আক্তার ও তার সহযোগী সোবহানকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

এস আই আবুল কালাম আরো জানান, আটককৃত স্বামী স্ত্রী এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। তাছাড়া স্বামী আল আমিনের বিরুদ্ধে ১২টি এবং তার স্ত্রী তানিয়ার বিরুদ্ধে ৫ টি মাদক মামলা রয়েছে। বুধবার আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top