চীন-ভারতের ভোট ছাড়াই আজ বসছে জাতিসঙ্ঘের অধিবেশন

ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষাপটে আজ সোমবার জাতিসঙ্ঘের জরুরি অধিবেশ অনুষ্ঠিত হবে। মূলত রাশিয়াকে একঘরে করার লক্ষ্যে কূটনৈতিক পদক্ষেপ জোরদার করতে পশ্চিমাদের উদ্যেগে জাতিসংঘের ১৯৩-সদস্যের সাধারণ পরিষদের বিরল জরুরি বিশেষ অধিবেশন আহ্বান করে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের আরো একটি ভোটাভুটি থেকে বিরত থাকল ভারত ও চীন। ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা করতে জাতিসংঘের বিশেষ সাধারণ সভা ডাকার লক্ষ্যে গতকাল রোববার নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনা হয়। সে প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকে ভারত, চীন ও সংযুক্ত আরব আমিরাত। এ ধরনের বিশেষ সাধারণ সভা জাতিসঙ্ঘের ইতিহাসে বিরল। এর আগে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান দখল করেছিল, তখন এ ধরনের বিশেষ সাধারণ সভার ডাক দেয়া হয়েছিল।

স্থায়ী-অস্থায়ী মোট ১৫ সদস্য রাষ্ট্রের নিরাপত্তা পরিষদের ১১ সদস্য বিশেষ সাধারণ সভা ডাকার প্রস্তাবে সায় দিয়েছে। ভারত, চীন ও সংযুক্ত আরব আমিরাত এ ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি।

আর, রাশিয়া স্বভাবতই এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। তবে, এ ধরনের ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সদস্য ‘ভেটো’ দিতে পারে না। এ কারণে ১১-১ ব্যবধানে প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে গৃহীত হয়।

এর আগে রাশিয়ার ‘আগ্রাসনের’ নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের আনা প্রস্তাবে ভোটদানে বিরত থাকে ভারত, চীন ও সংযুক্ত আরব আমিরাত। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে জাতিসংঘে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। এরপরও ভারত ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে গেল না।

এদিকে, বিশেষ অধিবেশনের কারণে ৭৬তম সাধারণ সভার সভাপতি আবদুল্লাহ শাহিদ তার জেনেভা সফর বাতিল করেছেন। সেখানে মানবাধিকার পরিষদের সভায় যোগ দেয়ার কথা ছিল তার। তিনি সফর বাতিল করার পর জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের স্থায়ী প্রতিনিধি সেরগেই কিসলিটসিয়ার সঙ্গে দেখা করেন।

এদিকে, জাতিসংঘপ্রধান অ্যান্টোনিও গুতেরেসেরও জেনেভায় যাওয়ার কথা ছিল। কিন্তু, ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে তিনিও তার সফর বাতিল করেছেন।

Share this post

scroll to top