পেট্রোল বোমা বানানো শেখাচ্ছে ইউক্রেনের টেলিভিশন

রুশ বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে নাগরিকদের প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছেন ইউক্রেনের নেতারা। পেট্রোল বোমা তৈরি করে রুশ বাহিনীকে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন তারা। এরই মধ্যে পেট্রোল বোমা কিভাবে বানাতে হয় তা প্রচার করেছে দেশটির একটি টেলিভিশন চ্যানেল।

শুক্রবার এক টেলিভিশন শোতে এক ব্যক্তি হাজির হয়ে পেট্রোল বোমা তৈরির প্রক্রিয়া বর্ণনা করেন। এই বিস্ফোরক সহজেই তৈরি করা যায়। কিন্তু বিস্ফোরণ ঘটালে মারাত্মক অগ্নিকাণ্ড ঘটাতে সক্ষম এটি।

এর আগে শুক্রবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় নাগরিকদের পেট্রোল বোমা তৈরির পরামর্শ দেওয়া হয়। দখলদার বাহিনীকে ঠেকাতে এই বিস্ফোরক ব্যবহারের পরামর্শ দেয় তারা।

এছাড়া রাজধানী কিয়েভ রক্ষায় নাগরিক স্বেচ্ছাসেবকদের হাতে প্রায় ১৮ হাজার মেশিনগান তুলে দিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। বয়স সীমা তুলে নিয়ে সব নাগরিককে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Share this post

scroll to top