ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সংসদের নিম্ন কক্ষে (হাউস অব রিপ্রেজেন্টেটিভ) কর্মকর্তাদের এমন আভাস দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী এবং পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন।
অ্যাক্সিওস নিউজের খবরে বলা হয়েছে, ইউক্রেন দখলে নিলে দেশটির সেনাবাহিনীকে দূরে কোথাও নিয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র।
খবরে আরও বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আইনপ্রণেতাদের সঙ্গে আলোচনা করেছেন। ইউক্রেনে তিনি আরও প্রতিরক্ষা সামগ্রী পাঠানোর কথা বলেছেন।
তবে রাশিয়া মাত্র দুইদিনে যে পরিমাণ অগ্রসর হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের জন্য প্রতিরক্ষা সামগ্রী পাঠানো কঠিন হয়ে যাচ্ছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কিকে অব্যাহতভাবে সমর্থন এবং সহায়তার অঙ্গীকার করেছেন।
সূত্র: আল জাজিরা