এবার দল বদল করলেন শ্রাবন্তী

বিধানসভা নির্বাচনের আগে টালিউডের অনেক তারকাই রাজনীতিতে যোগ দিয়েছিলেন। সেই সময় বিজেপিতে যোগ দেন তারকা অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। বেহালা পশ্চিম কেন্দ্র থেকে ভোট করে ধরাশায়ী হয়েছেন এই অভিনেত্রী।

ভোটে পরাজিত হওয়ার পর থেকেই দলটির সঙ্গে বাড়তে থাকে দূরত্ব। অবশেষে বিজেপি ছাড়ার ঘোষণা দেন তিনি।

এবার তৃণমূলের প্রচারমঞ্চে দেখা গেল শ্রাবন্তীকে। বহরমপুর পৌরসভার ভোটে তৃণমূলের হয়ে প্রচারে নেমেছেন নায়িকা।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বিকেল থেকে বহরমপুর পৌরসভার নির্বাচনে তৃণমূল প্রার্থীদের ভোটের প্রচারে অংশ নেন শ্রাবন্তী। পৌরসভার ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রিতা হালদারের ভোটের প্রচারের সভায় অভিনেত্রী পৌঁছাতেই এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

এ বিষয় জানতে চাইলে শ্রাবন্তী বলেন, বহরমপুরে প্রথম প্রচারে এসে খুব ভাল লাগছে। শহরের মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে।

আগামী ২৭ ফেব্রুয়ারি তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি।

Share this post

scroll to top