ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফতুল্লায় ময়মনসিংহের যুবক খুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মুন্না (২০) নামে এক শ্রমিককে খুন করা হয়েছে। নিহত মুন্না ময়মনসিংহ জেলার কোতোয়ালি সদরের বলাশপুরের জাহিদুলের ছেলে। ফতুল্লার দাপা এলাকায় একটি বাসায় ভাড়া থেকে স্থানীয় শাহজালাল স্পিনিং মিলে কাজ করতেন মুন্না।

বুধবার ভোর সোয়া ৬টার দিকে ফতুল্লা ইউনিয়ন পরিষদের কাছে পোস্ট অফিস সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মুন্নার সহকর্মী তারেক জানান, মিলে যাওয়ার পথে মুন্না তার পেছনে হাঁট ছিল। এ সময় মাস্ক পরা তিন যুবক এসে প্রথমে তাকে পথরোধ করে মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে মুন্নাকে আটকায় তিন যুবক। তখন মুন্না টাকাপয়সা দিতে অস্বীকৃতি জানালে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

এর পর মুন্নাকে দ্রুত শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন বলেন, মুন্নাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে গেছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। আশা করি দ্রুত সময়ে তাদের গ্রেফতার করে হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।

Share this post

scroll to top