বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রতি বছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের নোবেল প্রাইজ খ্যাত “হাল্ট প্রাইজ” প্রতিযোগীতার রেজিস্ট্রেশন শুরু হয়েছে । চলবে ২৫ ফেব্রুযারি পর্যন্ত। এ বছর হাল্ট প্রাইজের নির্ধারিত চ্যালেঞ্জটি হচ্ছে “Getting Back The World To Work”.
বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ নিজেদের বিজনেস আইডিয়া ও স্টার্ট আপ নিয়ে কাজ করার। শুধু তাই নয়,ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি ও একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য এক্সপার্ট মেন্টরের গাইডেন্সের ব্যবস্থা রয়েছে।
গতবছর বাকৃবির অন ক্যাম্পাস চ্যাম্পিয়ন টিম “Mush -Reign” রিজিওনাল রাউন্ডেও চ্যাম্পিয়ন হয়ে বাকৃবিকে বিশ্বের সামনে পরিচয় করিয়ে দেয় এক অনন্যরূপে।
চ্যাম্পিয়ন টিমের লিডার কামরুল হাসান এ সম্পর্কে বলেন “হাল্ট প্রাইজ যেহেতু তখনও খুব একটা পরিচিতি পায়নি আমাদের ক্যাম্পাসে। তাই অংশগ্রহণ করার ব্যাপারটা খুবই অনিশ্চিত একটা সিদ্ধান্ত ছিল আমার জন্য। এছাড়া আগ্রহী সবাই আগেই টিম বানিয়ে ফেলে। একটু দেরি করায় আমি কোনো টিম পাচ্ছিলাম না। এদিকে রেজিস্ট্রেশনের সময় শেষ হয়ে এসেছিল। অবশেষে কিভাবে যেন বন্ধু সাজিদ, নয়ন, রাজিয়াকে নিয়ে সাহস করে রেজিষ্ট্রেশন করা হলো শেষ মুহূর্তে। এই অনিশ্চিত একটা সাহসী সিদ্ধান্তই পরবর্তীতে আমাদের জীবনের পুরো একটা বছর উজ্জ্বল করে দিয়েছিল।
ধাপে ধাপে অন ক্যাম্পাস ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এরপর ফাইনাল রাউন্ড। তারপর ক্যাম্পাস চ্যাম্পিয়ন। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বের দায়ভার এবং লকডাউন, আর্থিক জটিলতা, অপর্যাপ্ত নেটওয়ার্কিং -সব সমস্যা সঙ্গে নিয়ে এবার রিজিওনাল রাউন্ড। রিজিওনাল রাউন্ডে বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া মিলিয়ে মোট ৬৩ টি বিশ্ববিদ্যালয়ের দল অংশগ্রহণ করে এবং সর্বশেষ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
এরপর বোস্টনে আয়োজিত হয় গ্লোবাল রাউন্ড। প্রতিনিধিত্ব ছিল বাংলাদেশের। কোমড় বেধে কাজ করছি, দেশের নানা প্রান্ত থেকে অনেকের সাহায্য পাওয়ায় এবার কাজ অনেক গতিশীল হয়। যদিও কোভিড-১৯ এ রেডজোন হিসেবে চিহ্নিত হওয়ায় বাংলাদেশ থেকে বোস্টন যাওয়া নিষিদ্ধ করা হয় পরবর্তীতে।
হাল্ট প্রাইজকে বলা হয় Experience for a lifetime. কথাটা নিঃসন্দেহে সত্য। শুধুমাত্র প্রথম স্টেপ টা নেয়ার সাহস করলে যে সফলতা একদিন আসবেই, এই শিক্ষাটা হাল্ট প্রাইজ থেকে নেয়া। নানারকম জটিলতার মধ্য দিয়েও আমাদের বাকৃবির নানারকম গ্রুমিং সেশন, কমিউনিটি বিল্ডিং, মেন্টরশিপ ইত্যাদির মাধ্যমে খুবই সফলভাবে হাল্ট প্রাইজ আয়োজন করে আসছে।
এবারের Hult Prize 2022 এ অংশ নিতে যাচ্ছেন যারা, আপনাদের সকলের জন্য শুভকামনা।
আপনারাও ৩-৪ জন সদস্যের টিম গঠন করে আপনাদের মূল্যবান আইডিয়া নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন।
রেজিস্ট্রেশন লিংক :
https://forms.gle/5HNNf7uT9ErZsyaK7