ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় পালিত হয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
একুশের প্রথম প্রহরে নগরীর টাউনহল কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, সিটি করপোরেশনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষ।