বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্র ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আবীব আহমেদ লিমনকে সভাপতি ও মোঃ আরিফ রায়হানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। শনিবার দপ্তর সম্পাদক আবতাহী আন নাফী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেল পাঁচটার দিকে ছাত্র ইউনিয়নের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ্। উদ্বোধনী সমাবেশের পর একটি বর্ণাঢ্য র্যালী বিজয়’৭১ পাদদেশ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন সংলগ্ন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরবর্তীতে মুক্তমঞ্চে সংগঠনটির সাধারণ সম্পাদক অনন্য ঈদ-ই আমিনের সঞ্চালনায় একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ধ্রুবজ্যোতি সিংহ এবং অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ময়মনসিংহ জেলা সংসদের সাবেক সভাপতি কমরেড এডভোকেট এমদাদুল হক মিল্লাত।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান ও বৈশাখী সাহা, সহ-সাধারণ সম্পাদক সিদ্ধার্থ চক্রবর্তী রুদ্র, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ সাইফুর রহমান আশিক, দপ্তর সম্পাদক আবতাহী আন নাফী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আকতারুজ্জামান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তারেক আব্দুল্লাহ্ বিন আনোয়ার, সাংস্কৃতিক সম্পাদক নাসরিন সুলতানা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রাসেল আল মামুন।
এছাড়া কমিটিতে ১১ জন সদস্য রয়েছেন। তারা হলেন ধ্রুবজ্যোতি সিংহ, অনন্য ঈদ-ই আমিন, মোঃ রকিবুল হাসান, রাইসুল আসাদ প্রিন্স, প্রণব ঘোষ, সৈকত বিশ্বাস, ইসতিয়াক আহমেদ নিলয়, মেহেদী হাসান মিয়াদ, সৌরভ সরকার, তানজিমুল ইসলাম পরশ, ফারহানা জান্নাত ইমু।