ওমানে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ সেচ্ছাসেবকলীগ নেতার দুই ছেলের মৃত্যু

ওমানে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ জেলা সেচ্ছাসেবকলীগ নেতা নাঈমুল ইসলাম তুহীনের দুই কিশোর ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন, জেলা সেচ্ছাসেবকলীগের নাট্য বিষয়ক সম্পাদক নাঈমুল ইসলাম তুহীনের ছেলে আদিব মাহমুদ (১৫) ও জারির ফারহান (১৩)।

সোমবার (১৪ ফেব্রুয়ারী) দ্বিবাগত শেষ রাতে ব্যক্তিগত প্রাইভেটকার দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু হয়।

জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওমানে গতরাতে জেলা সেচ্ছাসেবকলীগের নাট্য বিষয়ক সম্পাদক নাঈমুল ইসলাম তুহীনের ব্যক্তিগত গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে তার দুই কিশোর ছেলে মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তবে, সকাল ১০ টার দিকে নিহতের বাবাকে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আরও পরে জানানো যাবে বলেও জানান তিনি

Share this post

scroll to top