ঢাকাMonday , 14 February 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বিরল প্রজাতির আরেকটি বাঘডাশা উদ্ধার

Link Copied!

ময়মনসিংহে কয়েকদিনের ব্যবধানে বিরল প্রজাতির আরও একটি বাঘডাশা উদ্ধার হয়েছে।

জানাযায়, সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহের ত্রিশালের বইলর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের বায়তুত তাকাওয়া মসজিদের পাশে ১৫-২০ জন বসেছিল। এমন সময় তারা পাশের একটি জঙ্গলে প্রাণীটিকে দেখতে পায়। পরে ওই যুবকরাসহ আশপাশের লোকজন প্রাণীটিকে ধরতে চাইলে দৌড়ঝাঁপ দিয়ে প্রথমে হাজী বাড়িতে আশ্রয় নেয়। পরে হাজী বাড়ি থেকে আবারও লোকালয়ে ফিরে আসলে এলাকাবাসী চতুর্দিকে ঘেরাও করে বাঘডাশাকে আটক করে। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে ঘটনাটি জানালে দুপুর আড়াইটার দিকে বন অধিদপ্তরের লোকজন প্রাণীটিকে উদ্ধার করে।

স্থানীয় ব্যবসায়ী ইব্রাহীম জানান, বায়তুত তাকাওয়া মসজিদের পশ্চিম পাশের জঙ্গলে এমন আরও বাঘডাশা রয়েছে। প্রচুর শক্তিশালী বাঘডাশাকে আটকে রাখতে প্রচুর বেগ পেতে হয়েছে বলেও জানান তিনি।

ময়মনসিংহ বন বিভাগের কর্মকর্তা আবু তাহের জানান, এলাকাসীর সহযোগীতায় বাঘডাশা নামক প্রাণীটিকে আটক করা হয়েছে। প্রাণীকে মধুপুর বনে ছেড়ে দেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।