ঢাকাFriday , 11 February 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে নির্বাচনে জয়ী হয়ে গলার মালায় টাকা আদায় করলেন মেম্বার!

Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচনে জয়ী হয়ে ফুলের মালার বদৌলতে সাধারণ ভোটারদেরকে টাকার মালা দিতে বাধ্য করেছেন এক বিজয়ী মেম্বার। যা সম্পূর্ণ অনৈতিক ও অবৈধ। এ ধরনের ঘটনায় এলাকাবাসী উদ্বিগ্ন। এর মাধ্যমে অর্থ ও পেশিশক্তির বহিঃপ্রকাশ ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানায় , ৭ম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে ঈশ্বরগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আতিকুল ইসলাম পিয়াস জয় লাভ করেন। এরপরই তিনি নিজের জনপ্রিয়তা যাচাই করতে গলায় টাকার মালা ঝুলিয়ে বের হন। তাকে এলাকার লোকজন কেমন ভালবাসে তা আরও যাচাইয়ের জন্য ক্ষমতার অপব্যবহার করে মুনাফা অর্জনের লক্ষ্যে কার চেয়ে কে বেশি টাকা দিতে পারে এমন প্রতিযোগীতা তৈরি করেন।

সূত্রে জানাযায়, একদিনেই বিজয়ী মেম্বার আতিকুল ইসলাম পিয়াস গলায় টাকার মালা ঝুলিয়ে লক্ষাধিক টাকা আদায় করেছেন। এনিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে চাপা ক্ষোভ দেখা গেছে।

এব্যাপারে মেম্বার প্রার্থী আতিকুল ইসলাম পিয়াস ময়মনসিংহ লাইভকে বলেন, এলকাবাসী আমাকে ভালবেসে গলার মালায় পিন দিয়ে টাকা আটকিয়ে দিয়েছে। এটা আমাকে ভালবাসার বহি:প্রকাশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।