লক্ষীপুরে প্রকৌশলীদের মানববন্ধন

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ডিসিগণকে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নে দায়িত্ব প্রদানের প্রতিবাদে লক্ষীপুরে প্রকৌশলীদের মানববন্ধন পালন করা হয়।

লক্ষীপুরে আইইবি উদ্যোগে আজ ১০ ফেব্রæয়ারী (বৃহস্পতিবার) সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তারা বলেন পরিকল্পনামন্ত্রীর আপত্তি উপেক্ষা করে জনপ্রশাসন মন্ত্রনালয় গত ১৮ জানুয়ারী জারিকৃত পত্রের মাধ্যমে সারাদেশে (জেলা প্রশাসক) ডিসিগণকে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নে দায়িত্ব প্রদান করে। বক্তারা অবিলম্বে এ নির্দেশনা বাতিলের দাবী জানান।

অন্যথায় দেশের লক্ষাধিক প্রকৌশলীর প্রতিষ্ঠান আইইবি প্রকৌশলীদের সাথে নিয়ে কর্মবিরতি সহ কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।

এসময় উপস্থিত ছিলেন লক্ষীপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী শাহ আলম পাটোয়ারী, সিনিয়র সহকারী প্রকৌশলী মামুন খান, সদর উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী বেলাল হোসেন, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আমিনুল বাশার, মো: ফারুক হোসেন, উপসহকারী প্রকৌশলী আবদুল হালিম, নাজমুল করিমসহ বিভিন্ন প্রকল্পে কর্মরত প্রকৌশলীবৃন্দ।

Share this post

scroll to top