ময়মনসিংহে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহে মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিশেষ দায়রা জজ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন গাজীপুরের জয়দেবপুর উপজেলার রোদ্রপুর গ্রামের মৃত রশিদ খানের ছেলে আবু তাহের এবং শ্রীপুর উপজেলার বেওয়াসড়া গ্রামের মৃত কছুর উদ্দিনের ছেলে মো. রুকন। দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ সাবেরা সুলতানা খানম এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে ২০১৮ সালের ২৬ মার্চ সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড়ে মাদক কেনাবেচার গোপন সংবাদ পায় পুলিশ।প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইকালে পুলিশ উক্ত স্থানে পৌঁছালে মাদক বিক্রেতা দুইজন দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের ধরে। এ সময় তাদের দেহ তল্লাশি করে আবু তাহেরের কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৫১ গ্রাম ও মো. রুকনের কাছ থেকে ৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করে। পরে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনকে আসামি করে মামলা করা হয়। মামলাটিতে সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে এ আদেশ দেন আদালত।আদালতে সরকারি পক্ষে আইনজীবী শেখ আবুল হাসেম ও আসামি পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী বেগম রেহানা আক্তার মামলাটি পরিচালনা করেন।

Share this post

scroll to top