আন্তর্জাতিকভাবে চাপে পড়ে সরকারের মন্ত্রীরা গুম নিয়ে উদ্ভট তথ্য দিচ্ছে। এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
আজ (৯ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এই দাবি করেন। রুহুল কবির রিজভী বলেন, গুম হওয়া ব্যক্তিদের নিয়ে মন্ত্রীদের বক্তব্য উপহাস, নিষ্ঠুরতা ও বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এখন জনরোষের ভয়ে গুম নিয়ে হাস্যকর তথ্য দিচ্ছে সরকার।
রুহুল কবির রিজভী আহমেদ গুমের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যাও দাবি করেন। এ সময় ওয়াসার পানির দাম বৃদ্ধির তৎপরতার নিন্দা জানান তিনি।