ময়মনসিংহেরতারাকান্দায় কারিগরি শিক্ষার্থী শাহিনুর আলম ইকবাল (১৯) হত্যা মামলায় নিরীহদের আসামিকরে হয়রানির প্রতিবাদে এবং প্রকৃত রহস্য উদঘাটন করে অবলিম্বে খুনিদের গ্রেফতারের দাবিতেমানববন্ধন করেছে ভূক্তভোগী পরিবারের সদস্যরা।
মঙ্গলবার সকালে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীরচত্বরে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসুচীতে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে ভূক্তভোগীপরিবারের সদস্য মো. আব্দুল হেলিম লিখিত বক্তব্যে বলেন, মূলত; ইকবাল হত্যা মামলার বাদীসেলিম মিয়ার ফুফা আব্দুর রাজ্জাকের মেয়ে মুক্তার ত্রিভূজ প্রেমের বলী হয়েছেন ইকবাল। পারিবারিকসম্মতিতে সেলিম মিয়ার সাথে তার ফুফাতো বোন মুক্তার বিয়ে হয়। বিয়ের আগে মুক্তার সাথেসেলিমের ছোট ভাই রুহুলের প্রেমের সম্পর্ক ছিল। একথা জেনেও মুক্তাকে বিয়ে করেন সেলিম।তিনি চাকরি সুবাদে বিভিন্নস্থানে অবস্থান করলেও মাঝে মাঝে বাড়ি আসতেন। মুক্তা যে ঘরে বসবাসকরতেন তার পাশের ঘরে থাকতেন ইকবাল। এ সুযোগে ইকবালের সাথে মুক্তার সম্পর্ক গড়ে উঠে।ইকবাল নিখোঁজ হওয়ার তিনদিন আগে মুক্তার সাথে ইকবালের সম্পর্ক নিয়ে সেলিম ইকবালকেমারধর করে এবং ভাতের প্লেট কেড়ে নেয়। এসময় সেলিমের মা জামিনা খাতুন দু’ছেলেকেতিরস্কার করেন। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত রহস্য উদঘাটন হবে।
উল্লেখ্য,গত বছরের ৩১ মে রাতের খাবার খেয়ে ইকবাল বাড়ির পাশে জনৈক সাজ্জাদ মিয়ার দোকানে চা খেতেযায়। এর পর বাড়ি ফিরেনি। ১ লা জুন ইকবালের বাবা মোঃ আব্দুর রউফ তারাকান্দা থানায় নিখোঁজহওয়ার ডায়েরি (জিডি নং- ৩৮ ) করেন।
৫ জুন সকালে পলাশকান্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুলজব্বারের পরিত্যক্ত হাউজি খেলার সেফটিক ট্যাঙ্কের ভেতর থেকে পুলিশ ইকবালের লাশ উদ্ধার করে। এব্যাপারে সেলিম মিয়া বাদী হয়ে ৬ জুন তারাকান্দা থানায় একমাত্র সন্দেহভাজন পলাশকান্দাগ্রামের আসিফ নাঈম রানাকে (১৮) আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে জমি সংক্রান্তবিরোধের জেরে আমাকে (আব্দুল হেলিম) ও আমার ভগ্নিপতিকে জড়িয়ে হয়রানি করা হচ্ছে।সেলিম মিয়া গংদের অত্যাচরে তিনি বাড়ি যেতে পারছেন না। মৎস্য ও মুরগীর খামার ধ্বংসেরদ্বারপ্রান্তে। জমিজমি চাষাবাদ করতে না পেরে অপুরনীয় ক্ষতির সম্মুখীন গোটা পরিবার। অসুস্থবৃদ্ধ বাবা-মার চিকিৎসা করাতে পারছেন না। মানববন্ধনেবীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, আব্দুল বেপারী, আব্দুল হেলিম, শাহাবুল আলম, বাবুল,মামুন পন্ডিত, শহীদুল্লাহ, কাইয়ুম, মিরাজ, আনভির ইসলাম, নিশান, ইমন, আকাশ, আলঅমিনও রণিনহ ভূক্তভোগী পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। ##