সরকারী সেবা প্রান্তিক জেলেদের প্রবেশাধিকার বৃদ্ধিতে লক্ষীপুরে অধিপরামর্শ সভা

সরকারী সেবা প্রান্তিক জেলেদের প্রবেশাধিকার বৃদ্ধিতে অধিপরামর্শ সভা ০৭ ফেব্রুয়ারী (সোমবার) সকালে লক্ষীপুর শহরের রোজ গার্টেন চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

উপজেলা নাগরিক সহায়তা কমিটির আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও এনআরডিএস যৌথ সহযোগীতায় সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান।

উপজেলা নাগরিক সহায়তা কমিটির সভাপতি ও সাংবাদিক কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মেরিন ফিশারিজ অফিসার (সদর) আবদুর রহিম, উপজেলা নাগরিক সহায়তা কমিটির সাধারণ সম্পাদক রিমা আক্তার, প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব চন্দ্র ভৌমিক, প্রজেক্ট অফিসার আরজুর রহমান, প্রজেক্ট ফ্যাসিলিটর নাজমুন নাহার প্রমুখ।

সভায় সরকারী উদ্যোগের সাথে জনঅংশগ্রহন নিশ্চিকতরণ, জেলেদের সহায়তা মূলক কর্মসূচিতে প্রান্তিক জেলেদের সম্পৃক্ততা বৃদ্ধিসহ জেলেদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রায় ৩০ জন জেলে উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top