যুক্তরাষ্ট্রে ফের ভাঙচুর গান্ধীর মূর্তি

যুক্তরাষ্ট্রে এক মাসেরও কম সময়ে ফের গান্ধী-মূর্তি ভাঙচুরের মুখে পড়ল। গত মাসে ক্যালিফর্নিয়ার একটি পার্কে ঢুকে ভারতের স্বাধীনতা আন্দোলনের মহান নেতা করমচাঁদ গান্ধীর মূর্তিতে ভাঙচুর চালিয়ে সেটিকে গোড়ালি থেকে কেটে মাটিতে ফেলে পালিয়েছিল এক দল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিকারী। ওই ঘটনারই যেন পুনরাবৃত্তি হলো নিউ ইয়র্ক স্টেটের ম্যানহাটন শহরের ইউনিয়ন স্কোয়ারে। শনিবার দুষ্কৃতিকারীরা ভেঙে কার্যত গুঁড়িয়ে দিয়েছে আট ফুটের ওই গান্ধী-মূর্তির একাংশ। এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

সূত্রের খবর, গান্ধী মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ‘মহাত্মা গান্ধীর’ ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯৮৬ সালে এই আট ফুটের ব্রোঞ্জমূর্তিটি দান করেছিল ম্যানহাটন শহরকে। সেই থেকে এটি ইউনিয়ন স্কোয়ারেই রাখা। মাঝে অবশ্য স্কোয়ারে সৌন্দার্যায়নের কাজের জন্য বছরখানেকের জন্য সেটিকে সরানো হয়েছিল ২০০১-এ। এই মূর্তি যারা ভাঙল, তাদের যোগ্য শাস্তির দাবি তুলেছেন ভারতের কনস্যুলেট জেনারেল।

গত মাসে ক্যালিফর্নিয়ার ডেভিস শহরের সেন্ট্রাল পার্কে রাখা ২৯৪ কেজি ব্রোঞ্জের মূর্তি ভাঙচুর হয়। বছর চারেক আগেই ক্যালিফোর্নয়ার সিটি অব ডেভিসকে ওই মূর্তিটি উপহার দেয় ভারত। ওই সময়ে ওই মূ্র্তি বসানো নিয়ে বিক্ষোভে দেখিয়েছিল গান্ধী-বিরোধী ও ভারত-বিরোধী কয়েকটি সংগঠন।

Share this post

scroll to top