পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মো: শামসুদ্দিন হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এ ইউনিয়নের চেয়ারম্যান মো: শাহাদাৎ হোসেন হাওলাদার গত ১৩ ডিসেম্বর ইন্তেকাল করলে পদটি শূন্য হওয়ায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ পদে অন্যকোনো প্রার্থী না থাকায় নির্বাচন অফিসার রোববার বেসরকারি ভাবে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।
ভান্ডারিয়া উপজেলা নির্বাচন অফিসার মো: মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
মো: শামসুদ্দিন হাওলাদার সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের সেজ পুত্র এবং পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো: মহিউদ্দিন মহারাজ ও ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মিরাজুল ইসলামের ভাই।