বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ভোটাধিকারসহ মানবাধিকার হরণ করে বর্তমান সরকার রাষ্ট্রের মৌলিক চরিত্রই গুম করে ফেলেছে। দেশকে গভীর অন্ধকারে নিয়ে যাচ্ছে। অবৈধ-অনৈতিক শাসন দীর্ঘায়িত করতে ফ্যাসিবাদ কায়েম করে গুম, খুনসহ নৈরাজ্য সৃস্টি করেছে। আওয়ামী সরকারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ। এ অবস্থা অনন্তকাল ধরে চলতে পারে না।
শনিবার ময়মনসিংহের হালুয়াঘাট পুরাতন বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আলী আশরাফ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আবদুল আজিজ খান, উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসিফ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রুহুল আমিন খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুর আরেফীন পাপন, কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, জাসাস সভাপতি শফিকুল ইসলাম, মৎস্যজীবীদলের আহবায়ক মোশাররফ হোসেন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান, তাঁতী দলের আহবায়ক আকিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মেহেদী হাসান দুলাল, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর প্রমুখ।
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় সরকারের অধিনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক, মানবিক, সুশাসনে ফিরিয়ে নিতে নেতাকর্মীদের প্রতি সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি গ্রহণের আহবান জানান।