সড়ক দুর্ঘটনায় নিটল মটরসের কর্মকর্তা নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় নিটল মটরসের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মাহমুদ আলম (৩৮) নিহত হয়েছেন।

শনিবার সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান বলে জানায় পুলিশ।

নিহত মো. মাহমুদ আলম নিটল মটরসের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা শিমরাইল পুলিশ ক্যাম্পের এসআই মো. মজিবুর রহমান লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. সাজ্জাদ করিম খান জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটি চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

Share this post

scroll to top