ময়মনসিংহে গুড়ি গুড়ি বৃষ্টি ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, এতে কষ্টে দিন কাটাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের।
শুক্রবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে মানুষ বের হচ্ছে না। সারাদিন মেঘাচ্ছন্ন ভেজা রাস্তায় পড়েনি সূর্যের কিরণ। নগরীর বেশির ভাগ রাস্তা দুপুর পর্যন্ত ফাঁকাই ছিল। যানবাহন চলাচল কমে গেছে। বৃষ্টি ও হিমেল হাওয়ায় শীত বেড়ে যাওয়ায় বেড়ে গেছে মানুষের ভোগান্তি। নিদারুন কষ্টে পড়েছে কেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।