অ্যাশেজে হার, চাকরি নেই ইংল্যান্ডের ক্রিকেট পরিচালকের

চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ায় বিপক্ষে অ্যাশেজের মতো গুরুত্বপূর্ণ সিরিজে হেরে যায় ইংল্যান্ড।

দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারালেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট পরিচালক অ্যাশলে জাইলস।

অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করতে রাজি হয়েছেন সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস।

অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৪-০ ব্যবধানে হেরে যায় জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড ক্রিকেট দল।

অ্যাশেজ সিরিজের হার নিয়ে অ্যাশলে জাইলস ও প্রধান কোচ ক্রিস সিলভারউডের প্রতিবেদন নিয়ে গত মঙ্গলবার আলোচনা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই সভা থেকেই আসে জাইলসকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত। পরদিন তা জানান ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন।

তিনি বলেন, গত তিন বছরে ইংল্যান্ডের ছেলেদের ক্রিকেটে অবদান রাখার জন্য অ্যাশলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ক্রিকেটের আঙিনায় তিনি অনেক সম্মানিত একজন এবং ইসিবি ও ইংল্যান্ড ছেলেদের ক্রিকেটে অনেক অবদান রেখেছেন। এই শীতে অ্যাশেজে হতাশাজনক পারফরম্যান্সের পর আমাদের টেস্ট দলকে সাফল্যের পথে ফেরাতে প্রয়োজনীয় সবকিছু ঠিকঠাক করতে হবে।

গত তিন বছর ধরে ইংল্যান্ড দলের পরিচালকের দায়িত্বে ছিলেন জাইলস। পারফরম্যান্সের পাশাপাশি এবার অস্ট্রেলিয়ায় ইংলিশ ক্রিকেটারদের ফিটনেস ও স্বাগতিকদের জয়োৎসবে তাদের কয়েকজনের উপস্থিত নিয়েও ওঠে প্রশ্ন। সব মিলিয়েই হুমকির মুখে ছিল জাইলসের চাকরি।

মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংলিশদের পরিচালকের দায়িত্ব থাকবেন সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস।

Share this post

scroll to top