বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক হল ফজলুল হক হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফার্ম স্ট্রাকচার এন্ড এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. রায়হানুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী পহেলা ফেব্রæয়ারি ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড. মো. জহুরুল ইসলামের স্থলে আগামী দুই বছরের জন্যে ড. রায়হানুল ইসলাম ফজলুল হক হলের প্রভোস্ট নিয়োগ প্রাপ্ত হবেন। এসময় তিনি বাসস্থানের সুবিধাসহ মাসিক দায়িত্ব ভাতা পাবেন।
কর্মজীবনে ড. রায়হানুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফার্ম স্ট্রাকচার এন্ড এনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এবং সুলতানা রাজিয়া হলের হাউজ টিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং পল্লী বিদ্যুতের গুরুত্বপূর্ণ পদে চাকরিরত ছিলেন।