লক্ষীপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

লক্ষীপুর সদর উপজেলার পূর্ব চর রুহিতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মোরশেদ এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে ২০২১ সালের এপ্রিল মাসে তিনি বিদ্যালয়ের আসবাবপত্র বিক্রি করে ৩৫ হাজার টাকা, ২০২০-২০২১ অর্থ বছরের ¯িøপের ৭০ হাজার টাকা, রুটিন মেইন টেনেন্স ৪০ হাজার, ওয়াশবøক ২০ হাজার, ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের সনদপত্র দেওয়া বাবত ২০ হাজার টাকা, প্রত্যয়নপত্র বাবত ২০ হাজার টাকা, হাতিয়ে নেয়।

এ ছাড়া ভর্তি বাবত ১০০ টাকা করে উত্তোলন করে বিপুল টাকা, বিগত নভেম্বর-ডিসেম্বর মাসে বিদ্যালয়ে না এসে এবং মেডিকেল ছুটি ভোগ না করে ২ মাসের হাজিরা একদিনে বিদ্যালয়ে এসে দিয়ে দেন। এ ছাড়া নারী শিক্ষকদের সাথে আপত্তিকর আচরণ করার অভিযোগ রয়েছে।

স্বাস্থ্য বিধি অমান্য করে গত ২২ জানুয়ারী বিদ্যালয়ে স্থানীয় চেয়ারম্যান মাহফুজুর রহমান কে ৪ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার তাকে শোকজ করেছে বলে জানা গেছে। তার বিভিন্ন আত্মসাৎ ও অনিয়মের ঘটনায় একাধিক শিক্ষক জেলা প্রশাসক ও শিক্ষা বিভাগসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন।

এ প্রেক্ষিতে গত ২৭ জানুয়ারী বিদ্যালয়ের অফিস কক্ষে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফরিদ আহমদ অভিযোগের তদন্ত করেন। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার সদর (ভারপ্রাপ্ত) ফরিদ আহমদ জা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশে তিনি অভিযোগের বিষয়টি তদন্ত করেছেন। এ ব্যাপারে লিখিত ভাবে তিনি কর্তৃপক্ষের কাছে জমা দিবেন। তদন্তে কি পেয়েছে তা তিনি জানাতে অস্বীকার করেছেন।

অভিযোগের ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মোরশেদ সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তার ছেলে ফোন রিসিভ করে জানান তা পিতা অসুস্থ তিনি কথা বলতে পারবেন না।

মো: রবিউল ইসলাম খান

Share this post

scroll to top