স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নাটোর সদরের হালসায় মিম আক্তার (২১) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্বামী রাজু প্রামাণিক। শনিবার সকাল ১০টার দিকে সদরের হালসা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিম আক্তার ওই গ্রামের আব্দুল মোমিনের মেয়ে। রাজু প্রামাণিক নাটোর শহরের বড়গাছা বুড়াদরগা মহল্লার সুজন প্রামাণিকের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, শনিবার সকালে এলাকাবাসী পুলিশেকে খবর দেয়। পরে পুলিশ এসে মিমের বাবার বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিলে আসলে কর্তব্যরত চিকিৎসক মীমকে মৃত ঘোষণা করে।

মিমের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পিতা আব্দুল মোমিন বাদী হয়ে রাজু প্রামাণিকের বিরুদ্ধে নাটোর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, গৃহবধূ মিম তার বখাটে স্বামী রাজু প্রামাণিককে পছন্দ করত না। এ নিয়ে বিরোধ চলছিল। যেকোনো সময় সংসার ভেঙে যাবে এমন পরিস্থিতিতে রাজু প্রামাণিক অন্য এক বন্ধুকে সঙ্গে নিয়ে জোর করে মিমকে তুলে আনার চেষ্টা করে। এ সময় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত দুজনকেই আটকের চেষ্টা করছে।

Share this post

scroll to top