ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও জেলায় নতুন করে ২৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এতথ্য নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন খান বলেন, হাসপাতালে করোনায় আক্রান্ত একজন মারা গেছেন। মারা যাওয়া অপর তিনজনের উপসর্গ ছিল।

এদিকে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৬ জনসহ মোট ৮২ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৫১ জন করোনা পজেটিভ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৮ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।

ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৮৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময় ২৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

Share this post

scroll to top