ঢাকাWednesday , 26 January 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে পেট্রোলের আগুনে দ্বগ্ধ ৪ যুবক

Link Copied!

ময়মনসিংহের গফরগাঁওয়ে গত মঙ্গলবার রাতে কুকসাইর গ্রামে আগুন পোহাতে গিয়ে সমবয়সীর পরিহাসের মাসুল ঘুনছে ৪ যুবক।

পরিহাস করে আগুনে পেট্রোল ঢেলে দেওয়ায় দেখা দেয় বিপত্তি । সাথে সাথেই পেট্রোলের আগুনে দ্বগ্ধ হয় ৪ যুবক। আগুনে দ্বগ্ধ একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। অগ্নিদ্বগ্ধ ৪ যুবকরা হলেন, কুকসাইর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে খোকন (৩২), বাহার উদ্দিনের ছেলে আশিক (৩২), রইছ উদ্দিনের ছেলে সোহেল (৩৩) ও অপর একজন রবিন।

জানা যায়, শীতের তীব্রতায় উপজেলার কুকসাইর গ্রামের মোড়ে ৪ যুবক খড় ও কাঠ দিয়ে আগুন পোহাচ্ছিলো। এ সময় একই এলাকার উসমানের ছেলে সিএনজি ড্রাইভার রফিকুল আসে। হঠাৎ করে রফিকুল আগুন পোহানোর সময় আগুনে পেট্রোল ঢেলে দেয়। আগুনের লেলিহান শিখা সাথে সাথে উপরের দিকে ওঠে ছড়িয়ে পরে। আগুনে পুড়ে যায় খোকন, আশিক, সোহেল ও রবিনের হাত, পা ও মুখমন্ডল। পরে স্থানীয়রা এসে উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আশিক, সোহেল ও রবিনকে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিলেও উন্নত চিকিৎসার জন্য খোকনকে ঢাকার হাসপাতালে স্থানান্তর করা হয়।

লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, ঠাট্রা ও বিদ্রোপের মাসুল দিচ্ছে এই ৪ যুবক। সব বিষয়ে হেঁয়ালি করা উচিত না, এতে বিপদ ডেকে আনে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।