ময়মনসিংহে আরও ২২২ জনের করোনা শনাক্ত

ময়মনসিংহে একদিনে পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে নতুন করে আরও ২২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত পাঁচ মাসের মধ্যে এটিই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। আজ সোমবার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার (২৩ জানুয়ারী) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে নতুন করে ১৭ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ৩৫ জন। এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন পাঁচজন। অন্যদিকে ২৪ ঘণ্টায় ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Share this post

scroll to top