সিপিবি ময়মনসিংহ জেলার চতুর্দশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে গোপন ব্যালটে কংগ্রেসের প্রতিনিধি ও জেলা কমিটি নির্বাচিত হয়। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম এই সম্মেলন উদ্বোধন করেন।
জেলা কমিটিতে পুনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ বাহার মজুমদার। এ ছাড়া সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোকসেদুর রহমান জুয়েল, সম্পাদক মণ্ডলীর সদস্য হয়েছেন মনিরা বেগম অণু, মোতাহার হোসেন, সাজেদা বেগম সাজু ও আল আমিন আহমেদ জুন।
সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন ডা. প্রদীপ চন্দ্র কর, ফেরদৌস আরা মাহমুদা হেলেন, রবীন্দ্র ভট্টাচার্য, গোলাম হক, লীলা রায়, ফাহমিদা ইয়াসমিন রুনা, নবী হোসেন, আকবর আলী, সুশান্ত দেবনাথ খোকন, তপন সাহা চৌধুরী, মঞ্জু রানি দত্ত, হারুন আল বারী, মকবুল হোসেন, মাইন উদ্দিন, আব্দুল কাদের, আজিমুদ্দিন মাস্টার, সাইফুস সালেহীন, মোজাম্মেল হক, আতাউর রহমান খান, সোহেল রানা, রন ব্রজ গোপাল দাশ শ্যামল, জহিরুল আমিন রুবেল, যীশুতোষ তালুকদার, জামাল উদ্দিন, রোকুনোজ্জামান সোহেল, সারওয়ার কামাল রবিন, রণজিত সরকার।
চতুর্দশ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।