ময়মনসিংহে গর্তের পানিতে ডুবে ৫ বছরের শিশুর করুণ মৃত্যু

ময়মনসিংহ সদরে গর্তের পানিতে ডুবে সোলাইমান মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারী) সন্ধ্যার দিকে সদর উপজেলার ৬ নম্বর চর ঈশ্বরদিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ভাটিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সোলাইমান ওই এলাকার আব্দুস সামাদ ওরফে সামিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৬ নম্বর চর ঈশ্বরদিয়া ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য নুসরাত জাহান লিপি।

তিনি বলেন, বিকালের দিকে হঠাৎ ওই শিশু নিখোঁজ হয়। আশপাশেরর বিভিন্ন এলাকার জায়গায় খোঁজাখোঁজি করেও তার সন্ধ্যান পাওয়া যায়নি। এমতাবস্থায় খালপাড় এলাকার মসজিদে শিশুর সন্ধ্যানের জন্য নিখোঁজ বলে মাইকিং করা হয়।

তিনি আরও বলেন, পরে ওই শিশুর বাবা কাজ শেষ করে শহর থেকে বাড়িতে এসে জানতে পারেন তার ছেলে নিখোঁজ। পরে তিনিও তার সন্তানকে বিভিন্ন জায়গায় খোঁজতে থাকেন। খোঁজতে খোঁজতে বাড়ির পাশে প্রায় ৫ ফুট গভীর একটি গর্তে নামতেই মৃত অবস্থায় শিশুকে খোঁজে পায় তার বাবা। পরে মৃত ছেলেকে কুলে করে নিয়ে গর্ত থেকে উঠে আসে তিনি।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, বিষয়টি শুনেছি। তবে, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ করেনি।

Share this post

scroll to top