চাঁদপুরে প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনায় আক্রান্ত হয়েছে চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ৫২ জন শিক্ষার্থী। এর আগে পরীক্ষায় করোনা পজেটিভ আসে ১৩ জন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীর। এ পর্যন্ত প্রতিষ্ঠানটির ৬৫ জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হলো। চাঁদপুর স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।
এ খবর ছড়িয়ে পড়লে চাঁদপুরের সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোগী বিভিন্ন রোগে আক্রান্ত হলেও আতঙ্কের কারণে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছে না।
বৃহস্পতিবার বিকালে পাওয়া সংবাদে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. সুজাতুল্লাহ্ রুবেল জানান, চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ১৮৬ শিক্ষার্থীর নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে এবং ৫২ জনের শনাক্ত হয়েছে।
তারা সবাই ছাত্রীনিবাসে হোম কোয়ারেন্টানে রয়েছে। চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান বলেন, গত তিন দিনের ব্যবধানে পর্যায়ক্রমে চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে এ সব শিক্ষার্থীর করোনা পরীক্ষা করা হয়।
তাদের মধ্যে ৫২ জনের রিপোর্ট পজিটিভ আসে। নার্সিং ইন্সস্ট্রাক্টর ইনচার্জ সেলিনা আক্তার জানান, প্রথম ১০ জনের মধ্যে ছয়জনের, পরে আরও ১০ জনের মধ্যে সাতজনের পজিটিভ রিপোর্ট আসে। এরপর ১৮৬ জন শিক্ষার্থীর নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৫২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। সেলিনা বলেন, আমরা যারা কর্মকর্তা-কর্মচারী আছি তাদের নমুনাও নেওয়া হবে।