বান্দরবানের থানছির একটি গেস্ট হাউস থেকে নাটোরের এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। ঐ পর্যটকের নাম মোঃ ইকবাল হোসেন (৫৫)। উপজেলার তিন্দু ইউনিয়নের ইয়ংরাই এলাকার শিলগিরি গেস্ট হাউস থেকে সোমবার রাতে ঐ পর্যটকের লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, নাটোর থেকে ৩৩ জনের একটি পর্যটক দলের সাথে মোঃ ইকবাল সেখানে বেড়াতে যায়।
পুলিশ জানায়, রাতে ঐ পর্যটকের লাশ ইঞ্জিন চালিত নৌকায় করে থানছি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঐ পর্যটকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান থানার ওসি যুবায়ের হোসেন।
নিহত পর্যটক মোঃ ইকবাল নাটোরের চক বৈদ্ধনাথ এলাকার মৃত মোঃ ইসমাইলের ছেলে। তার সহযোগীরা জানান, রাত ৮ টার পরে মোঃ ইকবালকে তার রুমে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে থানছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।