ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গে দুই জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার হারেস আলী (৯০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার আকলিমা আক্তার (১৯)।
আজ বুধবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ‘আইসিইউতে চিকিৎসাধীন তিনজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৫৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৫৬ জনের মধ্যে ২১ জনের করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৪১৬টি নমুনা পরীক্ষা করে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে।