সৌদি আরবে ওআইসির প্রতিনিধি অফিস খুলবে ইরান

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ওআইসি কার্যালয়ে ফের প্রতিনিধি অফিস খুলবে ইরান। এ লক্ষ্যে এরইমধ্যে তিন জন ইরানি কূটনীতিক জেদ্দায় পৌঁছেছেন। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের আধা সরকারি মিডিয়ায় কূটনীতিকদের সৌদিতে পোঁছানোর খবর নিশ্চিত করা হয়েছে। তবে তাদের কারও নাম প্রকাশ করা হয়নি।

কূটনৈতিক বিবাদের জেরে গত ছয় বছর ধরে সৌদিতে অবস্থিত ওআইসি কার্যালয়ে তেহরানের কোনও প্রতিনিধিত্ব ছিল না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ সোমবার নিশ্চিত করেছেন যে, তিন জন কূটনীতিক সৌদি আরব থেকে ভিসা পেয়েছেন। তারা অফিসটি পুনরায় খোলার চেষ্টা করছেন।

তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান সৌদি আরবে তার দূতাবাস পুনরায় চালু করতে প্রস্তুত রয়েছে। তবে এটি নির্ভর করবে রিয়াদের সদিচ্ছার ওপর।

Share this post

scroll to top