ময়মনসিংহে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সফিকুল ইসলামের নির্দেশনায় শনিবার (১৫ জানুয়ারি) রাত দুইটার দিকে এসআই আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
এসময় কোতোয়ালী থানাধীন পাটগুদাম এলাকা হইতে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ সফিকুল ইসলাম ও মোছা. মাজেদা বেগমকে আটক করেন।
অপরদিকে কোতোয়ালী থানাধীন ব্রীজ মোড় হতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম @ রবি (৩৪)কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় কোতোয়ালী থানায় পৃথক ২ টি মামলা দায়ের করা হয়েছে।