ঢাকাTuesday , 11 January 2022
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় মাঠজুড়ে সরিষা ফুলের হলুদ বাহার

Link Copied!

ফসলের মাঠে তাকালেই চোখে পড়ে হলুদের সমাহার। হলুদ ফুলে ছেয়ে গেছে মাঠ। মৌমাছির মৌ মৌ শব্দে মুখর চারদিক। এমনটিই দেখা গেছে নেত্রকোনার বিভিন্ন হাওরে। এবছর জেলায় সরিষার আবাদ ভালো হয়েছে। কম খরচে বেশি ফলন পাওয়ায় সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নেত্রকোনায় ধানের পাশাপাশি সরিষার ফলনও ভালো হয়। জেলায় এ বছর ৫ হাজার ১৯৫ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। তবে আবাদ হয়েছে ৬ হাজার ২৫০ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।

এ বছর জেলায় সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭৫৪ মেট্রিকটন।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলার কলমাকান্দা, কেন্দুয়া উপজেলায়সহ ১০ উপজেলায় সরিষা আবাদ হয়েছে। তবে সবচেয়ে বেশি আবাদ হয়েছে কলমাকান্দা উপজেলায়। ফুল ও ফল ধরেছে ভালো। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।

কেন্দুয়ার কৃষক বিপ্লব মিয়া জানান, ‘সরিষা আবাদে খরচ অনেক কম। তাই গত বছরের তুলনায় এ বছর আবাদ বেশি করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হবে।’

নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এফ এম মোবারক আলী বলেন, ‘সরষিা আবাদে খরচ অনেক কম। ফলে কৃষকদের বেশি অর্থ ব্যয় করতে হয়না। এতে করে দিন দিন কৃষকরা সরিষা আবাদে আগ্রহী হয়ে উঠছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। সরিষা আবাদে আরো জনপ্রিয়তা বাড়াতে কৃষকদের কৃষি প্রনোদনা দেওয়া হচ্ছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।