ময়মনসিংহে ৪ দফা দাবিতে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের মানববন্ধন

“বয়স বৃদ্ধি কর,বেকারত্ব কমাও ” এই প্রতিপাদ্য নিয়ে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ ময়মনসিংহ শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি সহ ৪ দফা বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ ছাত্রসমাজের ময়মনসিংহ বিভাগীয় মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলার সমন্বয়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী মোঃ ফাহিম এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাজীপুরের বঙ্গবন্ধুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোঃ কামাল, সদস্য ও আনন্দ মোহন কলেজের সাবেক শিক্ষার্থী সাইফুল ইসলাম ও হুমায়ুন কবির, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে সাবেক শিক্ষার্থী মোছাঃ সোমা আক্তার ও নূরজাহান সহ প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে ময়মনসিংহ বিভাগের ও জেলার প্রায় শত শত মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মানববন্ধনে বেকারদের বাঁচার ৪ দাবি হলো, সকল চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি, নিয়োগ দূর্নীতি ও জালিয়াতি বন্ধ ও নিয়োগ পরীক্ষায় ( প্রিলি ও রিটেন) প্রাপ্ত নম্বর সহ ফলাফল প্রকাশ, চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা, একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সম্বনিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করা। মানববন্ধনে জানানো হয় এই ৪ দফা দাবী বাস্তবায়ন না হওয়া অবধি ঐক্যবদ্ধ ছাত্র সমাজের মহাসমাবেশ আগামী ১৬ জানুয়ারি ২০২২ শাহবাগ প্রজন্ম চত্বরে অনুষ্ঠিত হবে।

Share this post

scroll to top