খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা জেএসএস (সন্তু লারমা গ্রুপ) সভাপতি ধীমান চাকমা (৪০) প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে মানিকছড়ির উপজেলার আকাশপুরি এলাকায় এ ঘটনা ঘটে।
মানিকছড়ি থানার এসআই মাসুদ জানান, আগে থেকে ওঁৎপেতে থাকা সন্ত্রাসীরা তার বাসার সামনে ধীমানকে লক্ষ্য করে গুলি চালান। আহত অবস্থায় ধীমানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লক্ষ্মীছড়ি জেএসএস’র এই নেতা মানিকছড়িতে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করছেন।