লক্ষীপুরে প্রমি ইসলাম পপি নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে শহরের শাখারী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পপি লক্ষীপুর সদর উপজেলার বাঞ্চানগর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে ও জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
নিহতের বড় ভাই জিহাদ বলেন, তার ছোট বোন পপি সকালে বাসায় খেলাধুলা করছিল। এসময় বাসার কাজ না করায় তার মা বকাঝকা করে। কিছুক্ষণ পর ঘরে দরজা আটকে দিয়ে গলায় ফাঁস দেয় পপি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
লক্ষীপুর সদর মডেল থানার ওসি জসীম উদ্দীন বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। তবে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন তিনি।