পাবনার চাটমোহরে জমিতে সেচ দিতে গিয়ে পাম্পের সুইচ দেওয়ার সময় বিদ্যুৎস্পর্শ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া আকুব্বার আলী (৬৫) ওই গ্রামের মৃত মোন্তাজ আলীর ছেলে।
জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সকালে আকুব্বার আলী বাড়ির পাশে খলিশাগাড়ি বিলে নিজের জমিতে সেচ দিতে যান। এ সময় তিনি খালি পায়ে বৈদ্যুতিক পাম্পের সুইচ দিতে গিয়ে অসাবধানবশত বিদ্যুৎস্পর্শ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকুব্বার আলীকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন।