গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যয় বরিশাল বিএনপি নেতাদের

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন বরিশালের বিএনপি নেতারা।

৫ জানুয়ারি নির্বাচনের বার্ষিকীতে বরিশালে মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার দুপুরে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষ্যে বরিশালে জেলা ও মহানগর বিএনপি এই মানববন্ধন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টু।

মানববন্ধন এবং পরে আলোচনাসভায় দেওয়া বক্তব্যে নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা ও গণতন্ত্র ফিরেয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, দক্ষিণ বিএনপির সদস্য সচিব আকতার হোসেন মেবুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share this post

scroll to top