৫ জানুয়ারী গণতন্ত্র হত্যার প্রতিবাদে পৃথক মানববন্ধন ও সমাবেশ করেছে ময়মনসিংহ মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপি ও ছাত্রদল।
দুপুরে নগরীর নতুনবাজার দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এছাড়াও বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফকরউদ্দিন আহমদ বাচ্চু ও ছাত্রদলের জেলা সভাপতি মাহবুবুর রহমান রানাসহ অন্যরা।