ময়মনসিংহে ট্রেনে পাথর নিক্ষেপ করা সেই যুবক গ্রেফতার

ময়মনসিংহে ট্রেনে পাথর নিক্ষেপ করা শান্ত মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে নগরীর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শান্ত মিয়া নগরীর কৃষ্টপুর দক্ষিণপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে কোতোয়ালি মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নিরুপম নাগ বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজে ট্রেনে পাথর নিক্ষেপের ছবি ভাইরাল হয়। বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামালের নজরে আসে। পরে তার নির্দেশে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়।

থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, মামলা দেওয়ার পর আটক যুবককে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

Share this post

scroll to top