এনবিআর চেয়ারম্যানের মেয়াদ বাড়ল ২ বছর

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাবেক সিনিয়র সচিব আবু হেনা রহমাতুল মুনিম চুক্তিতে ২ বছরের জন্য এনবিআর চেয়ারম্যান নিয়োগ পান ২০২০ সালের ৬ জানুয়ারি। এবার দ্বিতীয়বারের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন তিনি।

মুনিম এর আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পেট্রোলিয়াম করপোরেশনে থাকার সময় ২০১৭ সালের ১০ জুলাই সচিব পদে পদোন্নতি পান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মুনিম। পরে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের অধীনে এমবিএ (ফিন্যান্স) ডিগ্রি নেন।

তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চার্জ অফিসার (জোনাল সেটেলমেন্ট অফিস) এবং বিভাগীয় কমিশনার হিসেবে মাঠ প্রশাসনে কাজ করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণায়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং অন্যান্য বিভাগে দায়িত্ব পালন করেন তিনি।

Share this post

scroll to top