ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে সোমবার রাতে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে বিসিসিআইয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভির।
টিম ইন্ডিয়ার এই অধিনায়ক করোনার টিকার দুই ডোজ নিয়েছেন। তিনি সম্প্রতি পেশাগত কাজে এক স্থান থেকে অন্যত্র যাতায়াত করছিলেন। বিভিন্ন পেশাদার কার্যক্রমে অংশ নিচ্ছিলেন।
৪৯ বছর বয়সি সৌরভের আরটি-পিসিআর টেস্ট পজিটিভ ধরা পড়ে। এর পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে সোমবার রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।
সৌরভ বর্তমানে কলকাতার উডল্যান্ড নার্সিং হোমে চিকিৎসাধীন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
এই বছরের শুরুতে তাকে দুদফা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হৃদরোগের সমস্যা দেখা দেওয়ায় তার এনজিওপ্লাস্টি করা হয়।
বছরের শুরুর দিকে সৌরভের বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলীও করোনাক্রান্ত হয়েছিলেন।