ব্রাজিলে বন্যা: ১৮ জনের মৃত্যু, ৩৫ হাজার মানুষ গৃহহীন

ব্রাজিলের উত্তর-পূর্ব অঞ্চলে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা। মৃতের সংখ্যা বেড়ে ১৮ হয়েছে, আহত হয়েছে ২৮০ জনের বেশি মানুষ। সোমবার এ খবর জানিয়েছে বার্তাসংস্থা সিএনএন

জানা গেছে, দেশটির বাহিয়া রাজ্যের ৪০টির মতো শহরে বন্যা হানা দিয়েছে এবং এতে প্রায় ৩৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

ভারী বর্ষণের ফলে ইতাম্বে শহরে শনিবার গভীর রাতে একটি বাঁধ ভেঙ্গে যায় যা আরও বন্যার আশঙ্কা ও উদ্বেগ বাড়িয়েছে।

 

এদিকে, ব্রাজিলের আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ সংস্থা সতর্ক করেছে যে বাহিয়ায় ক্রমবর্ধমান বৃষ্টির ফলে ভূমিধসেরও ঝুঁকি রয়েছে।

Share this post

scroll to top