চতুর্থ দফায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. হাবিব উল্লাহ এক কেন্দ্রে পেয়েছেন মাত্র ২০ ভোট। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. নওয়াব উদ্দিন খান পাঠান পেয়েছেন ৩ ভোট।
রবিবার অনুষ্ঠিত গৌরীপুর উপজেলা বোকাইনগর ইউনিয়নের বৃ-বড়ভাগ এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে ওই ২০ ভোট ও ৩ ভোট পেয়েছেন এ দুই প্রার্থী।
উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্যে মাত্র একটিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী হযরত আলী। বাকি ৮টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। একটি ইউপির ফল স্থগিত রয়েছে।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে দেখা যায়, বৃ-বড়ভাগ এবতেদায়ি মাদ্রাসাকেন্দ্রে মোট ভোটার ৮৯৫ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ৭২৩ জন। এর মধ্যে নৌকা প্রতীকে ভোট পড়েছে মাত্র ২০টি। আর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. নওয়াব উদ্দিন খান পাঠানের আনারস প্রতীকে তিন ভোট, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আল মোক্তাদির শাহীন ঘোড়া প্রতীকে ৩৯৯ ভোট, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহীদ চশমা প্রতীকে ২৬২ ভোট পেয়েছেন।
এ ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার ৭৭৬ জন। তাদের মধ্যে ভোট প্রদান করেন ১৮ হাজার ৭০০ জন। শতকরা হার ৭৫.৪৮ শতাংশ। বিজয়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আল মোক্তাদির শাহীন ঘোড়া প্রতীকে ৭ হাজার ২৭৬ ভোট (আ. লীগ বিদ্রোহী) পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহীদ চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৯০৮ ভোট।